বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Bombay Sweets Job Circular 2022: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপপ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেড-এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে নিম্নোক্ত শর্তসাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি আবশ্যক।
বম্বে সুইটস নিয়োগ ২০২২
| চাকরির ধরন | বেসরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| কোম্পানি | বম্বে সুইটস |
| পদ | ২টি |
| পদের সংখ্যা | অনির্দিষ্ট |
| বয়স | ১৮-৩৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি-স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ৩১ জানুয়ারি, ২০২২ |
বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিক্রয় প্রতিনিধিঃ স্টেশনারি, মুদি ও টংসহ সব ধরণের দোকান থেকে অর্ডার নেয়া ও অর্ডারকৃত পণ্যের সরবরাহ নিশ্চত করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সজ্জা (মার্চেনডাইজিং)।
- শূণ্যপদঃ বিক্রয় প্রতিনিধি
- যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি পাশ (স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে)
- অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয়, তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
| ইন্টারভিউয়ের তারিখ | ১২-০১-২০২২ থেকে ১৫-০১-২০২২ |
| সময় | সকাল ৯ঃ০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে |
| স্থান | ক-৬৩, কুড়াতলী (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে), খিলক্ষেত. ঢাকা-১২২৯ |
| মোবাইল | ০১৭১৩-০৭৮৬২০ |
| কর্মস্থল | বাংলাদেশের যেকোন জেলা |
সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা, দোকান থেকে প্রিন্ট করা সাম্প্রতিক তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও ভোটার আইডি কার্ড/জন্য সনদের ফটোকপিসহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জোন-ইনচার্জঃ বিক্রয়কর্মীদের পারফর্মেন্স মনিটর করার মাধ্যমে বন্টনকৃত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, বাজারে পণ্যের উপস্থিত ও প্রদর্শন নিশ্চিত করা, নির্দিষ্ট পণ্য সমূহের বাজার ভাবনা নিরুপণ করে পরিবেশক নিয়োগ করা।
- শূণ্যপদঃ জোন-ইনচার্জ
- যোগ্যতাঃ নূন্যতম স্নাতক পাশ
- অভিজ্ঞতাঃ স্বনামধন্য কোন ভোগ্যপণ্য প্রস্তুতকারী (এফএমসিজি) প্রতিষ্ঠানে সমপদে নুন্যতম দুই বছরের অভিজ্ঞতা
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
- আবেদনের শেষ তারিখঃ ৩১/০১/২০২২
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
সাম্প্রতিক তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি, পূর্ণাঙ্গ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, ভোটার আইডি কার্ড ও অভিজ্ঞতার সনদপরের ফটোকপিসহ আবেদন করার জন্য অনুরোধ করা হল। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
আরো দেখুন-
- ৭ জানুয়ারি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২০২২
- ৭১টি পদে কোকোলা কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (২০০ জন)
- বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ঔষধ কোম্পানিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Bombay Sweets Job Circular 2022
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিন্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং-এর পর, নির্বাচিত প্রার্থীদেরকে উপরে উল্লেখিত স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিং এর জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
জোন-ইনচার্জ এর জন্য বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ বায়োডাটাতে উল্লিখিত ফোন নাম্বারে জানানো হবে। বাংলাদেশের যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রার্থীদের ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার সময় সরকারী স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।